শোক দিবস পালনে ৯ নির্দেশনা

গ্লোবালবিজ

বাংলাদেশ ব্যাংক ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সকল ব্যাংকসমূহকে ৯টি নির্দেশনা দিয়েছে । ২০ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনাসমূহ হলো,
১. ১৫ আগস্ট ব্যাংক ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

২. ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ।

৩. ব্যাংক ভবনসমূহে বিশেষ ব্যানার-ফেস্টুন স্থাপন এবং ১৫ আগস্টে শ্রদ্ধা নিবেদন করা।

৪. ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে গুরুত্ব সহকারে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

৫. বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন।

৬. স্বীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বা খাদ্য সামগ্রী প্রদান।

৭. ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষ রোপণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বৃক্ষরোপণের আহ্বান জনিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো।

৮. নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।

৯. আয়োজিত সকল অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করা।

Leave A Reply

Your email address will not be published.