টি ব্যাগের অন্যরকম ব্যবহার

গ্লোবালবিজ ডেস্ক
শুধু এক কাপ চা নয়। টি ব্যাগ যে কত রকম ব্যবহার করা যায় তা আমরা অনেকেই জানি না। সারাদিনের ক্লান্তির পরে এক কাপ গরমাগরম চায়ের কোনও তুলনাই হয় না! এমনি চা করতে যাও বা কেটলি বা ছাঁকনির দরকার হয়, টি ব্যাগ থাকলে তো সেটুকুও লাগে না, মিনিমান পরিশ্রমে আয়েস করে এক কাপ চা খাওয়া যায়! আচ্ছা, টি ব্যাগ দিয়ে চা খাওয়ার পরে ব্যাগটা নিশ্চয়ই ফেলে দেন? চা খাওয়া ছাড়া আরও কী কী কাজে লাগতে পারে টি ব্যাগ? আসুন জেনে নিই

ফেস স্ক্রাব হিসেবে
মুখটা খুব ম্যাড়মেড়ে অনুজ্জ্বল লাগছে? একটা টি ব্যাগ কেটে ভিতরের চা পাতাটা বের করে মুখ স্ক্রাব করে নিন। ব্যবহার করা টি ব্যাগও নিতে পারেন। চায়ের গুঁড়োটা বাটিতে নিয়ে এক চাচামচ মধু যোগ করুন, তারপর মুখে লাগিয়ে বৃত্তাকারে মাসাজ করুন। হয়ে গেলে পাঁচ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে নিন।

দুর্গন্ধ কমাতে
রান্নাঘরে ডাস্টবিন থাকলে তা থেকে, বিশেষ করে এই গরমকালে বাজে গন্ধ ছড়াতে পারে। ব্যবহার করা টি ব্যাগ ফেলে রাখুন ডাস্টবিনে। সমস্ত গন্ধ দূর হয়ে যাবে!

রুম ফ্রেশনার হিসেবে
ঘরে সুগন্ধের জন্য দামি এয়ার পকেট কেনেন? হাতের কাছে টি ব্যাগ থাকলে আর কেনার দরকার নেই! ব্যবহার করা টি ব্যাগ শুকনো করে নিন, তাতে ছিটিয়ে দিন কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল! এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভিতরে রেখে দিলেই হল!

চোখের কোলের ফোলাভাব কমাতে
ঘুমের অভাবে বা অন্য কোনও কারণে চোখের কোল ফুলে গেছে? গরম জলে দুটো টি ব্যাগ ভিজিয়ে নিন, তারপর সেই ভেজা টি ব্যাগ ফ্রিজে কয়েক মিনিট রাখুন যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রেখে পাঁচ মিনিট শুয়ে থাকুন, দ্রুত ফোলাভাব কমে যাবে!

গাছ বাঁচান ছত্রাক থেকে
পছন্দের গাছে ফাঙ্গাস ধরেছে? জলে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বটলে ভরে মাটিতে আর পাতায় স্প্রে করুন সকাল-বিকেল। ছত্রাক কমে যাবে।

ঘর থেকে পোকামাকড় তাড়াতে
পেপারমিন্ট টি-এর গন্ধে পোকামাকড় পালায়। গরমজলে পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার ওই জলে দু’ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান যোগ করু। ভালোভাবে মিশিয়ে স্প্রে বটলে ভরে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। ইঁদুর সহ সব পোকামাকড়ের উৎপাত কমে যাবে।

Leave A Reply

Your email address will not be published.