যাত্রা শুরু পদ্মা ব্যাংক ইসলামিক
গ্লোবালবিজ ডেস্ক
“শরীয়াহ্ ইন এভরি স্টেপ” স্লোগান নিয়ে শরীয়াহভিত্তিক “পদ্মা ব্যাংক ইসলামিক” চালু করল পদ্মা ব্যাংক লিমিটেড। গুলশান-২ শাখা, আগ্রাবাদ শাখা, কুমিল্লা শাখা, বগুড়া শাখা এবং চাঁদনীঘাট শাখায় খোলা হয়েছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো। তবে সেন্ট্রালাইজড লেনদেনের কারণে দেশের যে কোন শাখা এবং উপশাখা থেকে ইসলামিক ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।
২৫ জুন ২০২৩ ছোট পরিসরে “পদ্মা ব্যাংক ইসলামিক”-এর অনানুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। আর রবিবার, ০৯ জুলাই, ফিতা কেটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।