ব্যাংক নিয়োগে দীর্ঘসূত্রতা
প্যানেল প্রত্যাশীদের মরার উপর খাঁড়ার ঘা

ব্যাংক নিয়োগের সবচেয়ে বড় সুবিধা হলো প্যানেল প্রকাশ , কিন্তু সমন্বিত ব্যাংক নিয়োগে অনেকগুলো ব্যাংক একসাথে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, ফলে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর একই নিয়োগে কোনো ব্যাংক ২ মাসেই যোগদান সম্পূর্ণ করে, কোনো ব্যাংকের ৬/৭ মাসেও খবর নেই। এতে প্যানেল প্রকাশে দেরি হয়। সিনিয়র অফিসার ২০১৮ সালভিত্তিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় ৩ আগস্ট, ২০২২ সালে অথচ দীর্ঘ ৬/৭ মাসেও নিয়োগ প্রক্রিয়া সমন্বয় হয়নি । এতে প্যানেল প্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। রুপালী ব্যাংক ছাড়া সিনিয়র অফিসার ২০১৮ সালভিত্তিক সমন্বিত নিয়োগের সকল ব্যাংক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে, কিন্তু রুপালী ব্যাংক কবে নিয়োগ সম্পন্ন করবে তা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। এ দিকে সিনিয়র অফিসার ২০১৯ সাল ভিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৯ সেপ্টেম্বর, ২০২২ সালে। অনেক ব্যাংক যোগদান সম্পূর্ণ করলেও রুপালী ব্যাংকসহ আরো ১/২ টি ব্যাংক যোগদান সম্পূর্ণ না করাই প্যানেল প্রকাশ করা যাচ্ছে না। এতে প্যানেল প্রত্যাশীদের হতাশা বাড়ছে। ফলে ২০১৮ ও ২০১৯ সালভিক্তিক নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েও অনেকেই ২০২০ ও ২০২১ সালভিত্তিক পরীক্ষায় অংশগ্রণ করছে। এতে একই ব্যক্তি বিভিন্ন জায়গায় সুপারিশপ্রাপ্ত হচ্ছে। এমতাবস্থায় ব্যাংকার সিলেকশন কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ ছাড়া উপরিউক্ত সমস্যার সমাধান সম্ভব নয়। এ বিষয়ে রুপালী ব্যাংকসহ সকল ব্যাংকের যোগদান সম্পূর্ণ করে প্যানেলের চাহিদা পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২০১৮ ও ২০১৯ সালভিত্তিক সিনিয়র অফিসার নিয়োগের প্যানেল প্রত্যাশী।

Leave A Reply

Your email address will not be published.