ডিপ্লোমা ছাড়াই এক ধাপ পদোন্নতি হবে ব্যাংকারদের

গ্লােবালবিজ রিপোর্ট

কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, যেসব ব্যাংকার সিনিয়র অফিসার ছিলেন তাদের প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির জন্য ডিপ্লোমার প্রয়োজন হবে না।
রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি দেশে কর্মরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক আয়োজিত ব্যাংকিং ডিপ্লোমা (পরিবর্তিত নাম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম) পাস বাধ্যতামূলক করা হয়েছিল।

নতুন সার্কুলার অনুযায়ী, এক্ষেত্রে এক ধাপ পদোন্নতি নিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে না। তবে পরবর্তী পদোন্নতিতে ওই পরীক্ষায় পাস বাধ্যতামূলক হবে।

Leave A Reply

Your email address will not be published.