আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৮তম শাখার উদ্বোধন

গ্লোবালবিজ ডেস্ক

নোয়াখালীর মাইজদী কোর্টে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৮তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৮ ডিসেম্বর, বুধবার ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম জিলানী দিদার, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম সাইফউদ্দিন সোহান, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান খন্দকার, এবিএম শাহজাহান, জহির উদ্দিন মোঃ বাবর, আব্দুল গণি রিংকু এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। এআইবিএল সিলেট জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালীন আদর্শকে ধারন করে তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.