আগাম জামিন চেয়েছেন বাচ্চু

গ্লোবালবিজ প্রতিবেদক

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু অর্থ কেলেঙ্কারির ঘটনায় করা ৫৮ মামলায় আগাম জামিন চেয়েছেন । বুধবার ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। আবদুল হাই বাচ্চুকে বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূলহোতা বলা হয়। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ৫৮ মামলায় আগাম জামিন চেয়েছেন বাচ্চু। তিনি যে জামিন আবেদন করেছেন আমাকে জানানো হয়েছে। তবে আমরা কপি পাইনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জুন আবদুল হাই বাচ্চুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ সংক্রান্ত চিঠি পাঠায় দুদক।

এতে বলা হয়, শেখ আবদুল হাই বাচ্চুসহ একাধিক আসামির বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মামলার রেকর্ডে প্রমাণ পাওয়া গেছে।

গোপন সূত্রে খবর পাওয়া যায়, মামলার তদন্তে আসা আসামি শেখ আবদুল হাই বাচ্চু দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন।

তিনি যেন বিদেশ যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই চিঠিতে বিশেষ শাখার পুলিশ সুপারকে অনুরোধ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.