অ্যাডাল্ট-কমেডি ছবি ‘থ্যাংক ইউ ফর কামিং’
বলিউডে অ্যাডাল্ট-কমেডি ছবির অভাব কিছুটা ঘুচিয়ে দিতে এসেছে ‘থ্যাংক ইউ ফর কামিং’। গত ৬ অক্টোবর ভারতের প্রায় ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। পরিচালনা করেছেন করন বুলানি।
নারীকেন্দ্রিক ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। কেউ এর ভূয়সী প্রশংসা করছেন, তো কেউ একেবারে নিন্দা। তবে গড়ে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যাচ্ছে।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন পাঁচ অভিনেত্রী। তারা হলেন ভূমি পেডনেকর, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা ও শিবানি বেদি। অন্যদিকে অভিনেতা হিসেবে রয়েছেন করন কুন্দ্রা ও অতিথি চরিত্রে দেখা দিয়েছেন অনিল কাপুর।
হিন্দুস্তান টাইমসের রিভিউতে বলা হয়েছে, ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায় ভূমি পেডনেকর এমন এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি জীবনে কখনও অর্গাজমের অভিজ্ঞতা পাননি। সেক্স-কমেডি ছবি কৌশলী হতে পারে। আর যখন নারীর বিষয়ে গল্প, তখন তাদের শরীর, যৌন চাহিদা এবং সুখ সবই উঠে আসতে পারে। ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায় এই সমস্ত দিক উঠে এসেছে এবং দর্শক যাতে শেষে আনন্দ নিয়ে বের হতে পারে, তাও নিশ্চিত করা হয়েছে।
ছবিটি নিয়ে এর অভিনেত্রী ভূমি জানান, এখানে নারী ও পুরুষের মধ্যে লড়াইয়ের কথা নয়, বরং পিতৃতন্ত্রের কারণে উভয় লিঙ্গের মানুষ যে প্রভাবিত হয়, সেটাই তুলে ধরা হয়েছে। তার ভাষ্য, ‘এই ছবিতে অর্গাজমকে সমাজের অন্যান্য বড় ইস্যুতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। ছবিটির মূল ভিত্তি হলো নারীত্বকে উদযাপন করা।’
এদিকে মুক্তির পর বক্স অফিসে মন্দের ভালো সাড়া পাচ্ছে ছবিটি। প্রথম দিন এটি কালেকশন করেছে এক কোটি ছয় লাখ রুপি। তবে বিশেষজ্ঞরা বলছেন, শনি ও রবিবারের কালেকশনে উন্নতি দেখা যেতে পারে।
একই দিনে (৬ অক্টোবর) ভারতে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। এটি প্রথম দিনে সংগ্রহ করেছে ২ দশমিক ৮ কোটি রুপি।