১২ মে রুপালি পর্দায় ‘পাঠান’
গত ১১ এপ্রিল শর্তসাপেক্ষে উপমহাদেশীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। এর মাধ্যমে দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা প্রদর্শনের বাধা দূর হয়।
বলিউড বাদশা শাহরুখ খানের “পাঠান” মুক্তির পর থেকেই বাংলাদেশে সিনেমাটি আমদানির রব ওঠে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে সবর হন সিনেমাপাড়ার অনেকেই। দেশের বেশ কয়েকজন পরিচালক-অভিনয়শিল্পী প্রকাশ্যে মত জানান, দেশের সিনেমার সুদিন ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বলিউডের সিনেমা নিয়ে এলে দেশের সিনেমা আর ঘুরে দাঁড়াতে পারবে না।
তবে সব প্রচেষ্টা শেষমেষ টেকেনি। গত ১১ এপ্রিল শর্তসাপেক্ষে উপমহাদেশীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। এর মাধ্যমে দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা প্রদর্শনের বাধা দূর হয়েছে।
বৃহস্পতিবার ৪ মে বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে “পাঠান”। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
অনন্য মামুন দৈনিক পত্রিকা সমকালকে বলেন, “আজ সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।”
ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি বিশ্বের অনেক দেশে মুক্তি পেয়েছে। আয় করেছে হাজার কোটি টাকার ওপর। ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমেও মুক্তি পেয়েছে “পাঠান”।
অনন্য মামুন বলেন, “পাঠান হচ্ছে বড় পর্দায় দেখার মত ছবি। ওটিটিতে দেখলেও হলের দর্শকরা এটা দেখতে মুখিয়ে আছেন।”
মুক্তির আগে কিছুটা বিতর্কের মুখে পড়লেও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে মুক্তি পায় “পাঠান”। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি দেশটির বিভিন্ন সিনেমা হলে শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয় সিনেমাটি।
“পাঠান” সিনেমাটি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হন শাহরুখ-দীপিকারা। ছবিটির “বেশরম রং” গান নিয়ে বিতর্কের শেষ ছিল না, এ নিয়ে ছবি বয়কটের ডাকও ওঠে। দীপিকাকে গেরুয়া বিকিনিতে দেখে মেজাজ হারিয়েছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুস্থ পরিবেশে মুক্তি পায় “পাঠান”। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে, সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
বক্স অফিসে শাহরুখ খানের সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপর গত চার বছর ধরে মূখ্য ভূমিকায় বড় পর্দায় দেখা মেলেনি বলিউড বাদশাহর। অন্যদিকে, গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উত্থানে বলিউডের চলচ্চিত্রগুলো ক্রমাগত মুখ থুবড়ে পড়ছিল। শেষ পর্যন্ত চার বছর পর রুপালি পর্দায় ফিরে মাথা নুইয়ে পড়া বলিউডকে আবারও চাঙা করে তুলেছেন কিং খান।
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মুক্তি পায় “পাঠান”। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত “পাঠান” চলচ্চিত্রে শাহরুখের সঙ্গে রয়েছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও। পাশাপাশি বিভিন্ন চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। এছাড়া, স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে টাইগার ভূমিকায় ক্যামিও চরিত্রে আছেন সালমান খানও।