সাপ্তাহিক ছুটি তিন দিন কবছে সৌদি আরব!

গ্লোবালবিজ ডেস্ক

সৌদি আরব এবার সরকারি অফিস-আদালতের সাপ্তাহিক ছুটি তিন দিন করার পরিকল্পনা করছে। খবর: গালফ নিউজ’র।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) এশিয়ার কয়েকটি দেশ চার দিনের অফিস চালু করেছে। এর আগে ইউরোপের কয়েকটি দেশে এ পদ্ধতি চালু হয়।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিন অফিস ও তিন দিন ছুটির পরিকল্পনা নিয়ে কাজ করছে। এমন কোনো সিদ্ধান্ত কার্যকর হলে সৌদি আরবে সপ্তাহে চার দিন অফিস আর বাকি তিন দিন ছুটি থাকবে। সাধারণত, সৌদি আরবের বেশির ভাগ প্রতিষ্ঠান ও সংস্থায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে।

ইউরোপের কয়েকটি দেশ ও ইউএইতে সাপ্তাহিক ছুটি তিনদিন করার ফলে কর্মীদের কাজের সক্ষমতা বেড়েছে বলে গবেষণায় জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.