সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চার ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পদগুলো হলো—সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার ও অফিস সহায়ক।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
গতকাল শনিবার এ চার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।