রাহুল দ্রাবিড়ের জায়গায় লক্ষ্মণ

স্পাের্টস ডেস্ক

আগামী মাসে বাংলাদেশে গিয়ে টেস্ট ও একদিনের সিরিজ খেলবে ভারত। সেই সফরে দলে ফিরবেন বিরাট কোহলি, রোহিত, কেএল রাহুলের মতো সিনিয়র। গত কয়েক মাসে পর পর প্রতিযোগিতা থাকায় বিশ্রামের সুযোগ পাননি ভারতের সাপোর্ট স্টাফ। তাই রাহুল ও বাকিদের বিশ্রাম দেওয়া হচ্ছে!

মুখ থুবড়ে পড়েছে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের ‘ড্রিম প্রোজেক্ট’। জস বাটলার ও অ্যালেক্স হেলসের ব্যাটিংয়ের কাছে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের দুই ওপেনার ভারতীয় দলকে পিষে দিয়েছেন। এমন লজ্জার হারের পর শোনা যাচ্ছে যে দলের কোচিং স্টাফেও ব্যাপক রদবদল আসতে পারে। রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের আপাতত ‘ছুটি’-তে পাঠিয়ে নিউজিল্যান্ড সফরে হেড কোচ হিসেবে উড়ে যাবেন ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআই সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে তিনটি টি-টিয়েন্টি খেলার পর সম সংখ্যক একদিনের ম্যাচ খেলবে হার্দিক পান্ডিয়া ও শিখর ধাওয়ানের দল।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর, অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতলেও, সিনিয়র দলের কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। একাধিক দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া তাঁর সাফল্য অধরা। এশিয়া কাপের পর টি-টিয়েন্টি বিশ্বকাপ থেকেও খালি হাতে দেশে ফিরছে তারকাখচিত ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

এদিকে আগামি ১৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ড সফর শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা রাহুলকে বিশ্রামে পাঠানোর বিষয়ে বলেন, ‘রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ভারতে ফিরে আসছেন। বিশ্বকাপের পরে তাঁদের বিশ্রামে পাঠানো হচ্ছে। দ্রাবিড়ের বদলে নিউজ়িল্যান্ড সফরে দলকে কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। এ ছাড়া দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন হৃষিকেশ কানিতকর।’

ডিসেম্বর মাসে বাংলাদেশে গিয়ে টেস্ট ও একদিনের সিরিজ খেলবে ভারত। সেই সফরে দলে ফিরবেন বিরাট কোহলি, রোহিত, কেএল রাহুলের মতো সিনিয়র। গত কয়েক মাসে পর পর প্রতিযোগিতা থাকায় বিশ্রামের সুযোগ পাননি ভারতের সাপোর্ট স্টাফ। তাই নাকি রাহুল ও বাকিদের বিশ্রাম দেওয়া হচ্ছে!

লক্ষ্মণ অবশ্য এর আগেও ভারতীয় দলের কোচিং করেছেন। আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে সফর ছাড়াও ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে কোচ ছিলেন তিনি। এখন বাংলাদেশ সফরে রাহুল ও তাঁর সাপোর্ট স্টাফরা দলে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।

Leave A Reply

Your email address will not be published.