মেসিকে টপকে গেলেন রোনালদো

স্পোর্টসবিজ ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন এশিয়ান ফুটবলে । সৌদি প্রো লীগের দল আল নাসর এফসিতে ৭ মাস ধরে খেলছেন। সদ্য যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বের ভিন্ন দুই লীগে অবস্থান করলেও এক যুগ ধরে চলা মেসি-রোনালদোর দ্বৈরথ থেমে নেই। নিয়মিতই বিভিন্ন রেকর্ডে একে অপরকে ছাড়িয়ে যাচ্ছেন তারা। এবার মেসিকে টপকে আয়ের রেকর্ড গড়েছেন রোনালদো। নাম উঠিয়েছেন গিনেস বুকে।

গত মে মাসে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটদের নাম প্রকাশ করে ফোর্বস। যেখানে সবাইকে ছাড়িয়ে চূড়ায় ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে শীর্ষস্থান হারান লিওনেল মেসি। ফোর্বসের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ২০২৩ সালের সর্বাধিক উপার্জনকারী অ্যাথলেট হিসেবে রোনালদোকে স্বীকৃতি দিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবৃতিতে বলা হয়, ‘২০১৭ সালের পর প্রথমবার (সব মিলিয়ে তৃতীয়বার) ফোর্বসের সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটের স্বীকৃতি পেয়েছেন রোনালদো। এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রোনালদোকে ২০২৩ সালের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট ঘোষণা করছে।’ সবমিলিয়ে এটি রোনালদোর ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
এ বছরে মাঠ থেকে রোনালদোর আয় ছিল ৪ কোটি ৬০ লাখ ডলার এবং মাঠের বাইরে আল নাসর তারকার আয় ৯ কোটি ডলার। সবমিলিয়ে ২০২৩ সালে রোনালদোর উপার্জন ১৩ কোটি ৬০ লাখ ডলার। ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মাঝে শীর্ষস্থান দখল করার পথে লিওনেল মেসির আয় ছিল ১৩ কোটি ডলার। যা সেসময় মেসিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে দিয়েছিল। রোনালদোর কাছে এবছর স্বীকৃতি হারালেও সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় দুইয়ে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এবছরও মেসির আয় ১৩ কোটি ডলার। ১২ কোটি ডলার উপার্জন করে কিলিয়ান এমবাপ্পে রয়েছেন তালিকার তিন নম্বরে।

Leave A Reply

Your email address will not be published.