বিশ্বকাপের টিকিট ছাড়ার সময়
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের টিকিট ছাড়ার সময় জানিয়েছে। চলতি মাস থেকেই পাওয়া যাবে প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট। সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অবশ্য অপেক্ষা করা লাগবে আরও অনেকটা সময়।
মূলত স্বাগতিক ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচের টিকিটই একইসাথে ছাড়ছে আয়োজক কর্তৃপক্ষ। জানিয়েছে, ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট।
এর আগে ১৫ আগস্ট থেকে মাঠে বসে বিশ্বকাপ দেখতে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। আগে থেকে নিবন্ধন করা থাকলে টিকিট-সংক্রান্ত খবর আগেই পাওয়া যাবে।
আইসিসি ঘোষিত টিকিট ছাড়ার সময়:
২৫ আগস্ট- ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ
৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ
১ সেপ্টেম্বর- ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ
৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ
১৫ সেপ্টেম্বর- সেমিফাইনাল ও ফাইনাল
আইসিসির দেওয়া সূচি অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বাংলাদেশের ম্যাচের টিকিটও। পরিবর্তিত সূচিসহ বাংলাদেশের নয় ম্যাচের টিকেট পাওয়া যাবে একইসাথে। তবে বাংলাদেশ সেমিফাইনালে গেলে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্তই।
টিকিট ছাড়ার ঘোষণায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেছেন, ‘২০২৩ সালের আইসিসি পুরুষ বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন। এ ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। পরিবর্তনের পর সূচি চূড়ান্ত হয়েছে, এখন সমর্থকেরা টিকিট কেনার অপেক্ষায় থাকতে পারবেন উচ্চমানের ক্রিকেট দেখতে। সব ভেন্যুতে যাতে আপনাদের আনন্দময় অভিজ্ঞতা হয়, সেটি নিশ্চিত করতে সব পদক্ষেপই নেবে বিসিসিআই।’
এদিকে টিকিট পাবার আগে আগ্রহীদের নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে।’