বিপিসি কি নাকে তেল দিয়ে ঘুমায়

গ্লোবালবিজ ডেস্ক
হাইকোর্টের প্রশ্ন_ অর্থপাচার হয়, বিপিসি কি নাকে তেল দিয়ে ঘুমায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় বিপিসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, এশিয়াটিক অয়েল কোম্পানির ৪৭২ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার হয়, আর বিপিসি কি তখন নাকে তেল দিয়ে ঘুমায়?

বিপিসির আইনজীবীদের উদ্দেশ্য করে রোববার (১৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। পরে মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

Leave A Reply

Your email address will not be published.