বাটলার-হেলস সর্বোচ্চ রানের জুটি গড়লেন

স্পাের্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়লেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে করেছেন এমন কীর্তি। তাদের বিধ্বংসী জুটিতে পেছনে পড়েছে কুইন্টন ডি কক ও রাইল রুশোর যৌথ ১৬৮ রানের ইনিংস।

চলমান আসরে বাংলাদেশের বিপক্ষে ডিক কক ও রাইলি রুশো মিলে করেছিলেন ১৬৮ রান। আগের আসরে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে ভারতের বিপক্ষে করেছিলেন ১৫২ রান। এর আগে দীর্ঘ সময় সর্বোচ্চ রানের জুটি ছিল মাহেলা জয়াবর্ধানে ও কুমার সাঙ্গাকারার দখলে। ২০১০ সালে উইন্ডিজের বিপক্ষে এই দুই গ্রেট মিলে করেছিলেন ১৬৬ রান।

বাটলার-হেলসের রেকর্ডময় দিনে ইংল্যান্ড জয় পেয়েছে দশ উইকেটে। আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে ২০১৬ আসরের রানার্সআপরা।

Leave A Reply

Your email address will not be published.