ফের কলকাতার ছবিতে শাকিব

বিনোদনবিজ

ফের কলকাতার ছবিতে শাকিব খান! বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবিটি দেশ ও দেশের বাইরে বেশ ভালো ব্যবসা করছে। বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে দারুণ সময় কাটছে এ অভিনেতার।

এরমধ্যেই নতুন খবর সামনে এলো। কলকাতার নতুন একটি ছবিতে দেখা যাবে শাকিব খানকে। এ ব্যাপারে ওখানকার প্রযোজনা সংস্থা এসকে মুভিজের সঙ্গে

বর্তমানে টলিউডের ছবিতে আনাগোনা বেড়েছে ঢালিউডের শিল্পীদের। নুসরাত ফারিয়া নিয়মিত অভিনয় করছেন কলকাতার ছবিতে। চলতি মাসের ৭ জুলাই রাজর্ষি দের ‘মায়া’ ছবির হাত ধরে টলিউডে অভিষেক ঘটল রাফিয়াত রশিদ মিথিলার। আগামীতে ওখানকার আরও কয়েকটি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এছাড়া চঞ্চল চৌধুরীকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ চলচ্চিত্রে।

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ ছবিটি আগামীকাল (২১ জুলাই) কলকাতার ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ উপলক্ষ্যে এই ছবির নায়ক-নায়িকা আফরান নিশো ও তমা মির্জাসহ নির্মাতা রায়হান রাফী আছেন কলকাতায়। ওপার বাংলার খ্যাতনাম প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর পরিবেশনায় মুক্তি পাচ্ছে ছবিটি।

সবশেষ ২০১৮ সালে রাজিব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ ছবিতে দেখা গিয়েছিল শাকিব খানকে। তবে কি পাঁচ বছর পর আবারও ফিরছেন কলকাতার সিনেমায়? জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগির কলকাতার নতুন সিনেমার কাজ শুরু করবেন এ নায়ক।

এর আগেও এসকে মুভিজ প্রযোজিত ছবিতে দেখা গিয়েছিল শাকিব খানকে। ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এবার কোন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাবে শাকিবকে, তা নিয়ে প্রশ্ন চারদিকে। সূত্র বলছে, এখনো নায়িকা ঠিক হয়নি। গল্প নিয়ে আলোচনার করার জন্যই নাকি কলকাতায় যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.