ফারজানার প্রথম সেঞ্চুরি

স্পোর্টসবিজ ডেস্ক

বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ফারজানা হক।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে শত রান করেন ফারজানা। শনিবার সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।
ভারতের বোলারদের বিপক্ষে ফারজানা ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার অনবদ্য সেঞ্চুরি এবং শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে আরেকটি কীর্তি গড়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন ফারজানা। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে টিকে ছিলেন পঞ্চাশতম ওভার পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকে ফিরতে পারেননি। আউট হওয়ার আগে ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান।

Leave A Reply

Your email address will not be published.