২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং কর্ণ। চলতি বছর আগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে। মাতৃত্বকালীন ফোটোশুটের ছবিও পোস্ট করেছিলেন।
বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভারের কোল আলো করেছে তাঁদের কন্যাসন্তান। ইতিমধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তাঁরা। নবজাতকের ছোট্ট গোলাপি পায়ের ছবি দিয়ে তারকা জুটি ঘোষণা করলেন, মেয়ের নাম দেবী বসু সিংহ গ্রোভার।
মা এবং শাশুড়ির আদরে কিছু দিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। তবে আদরে বাঁদর বাচ্চা নয়, এসেছে এক রাজকন্যা। যেন মহোৎসবের মরসুম বলিউডে।