দর্শকদের ভালোবাসায় মুগ্ধ

বিনোদনবিজ

তানজিন তিশা। এ প্রজন্মের ব্যস্ত অভিনেত্রীর মধ্যে অন্যতম। সারা বছর নাটক নিয়ে তার ব্যস্ততা। সম্প্রতি তাকে নারীকেন্দ্রিক কয়েকটি গল্পে দেখা গেছে। এর মধ্যে ‘‌পুতুলের সংসার’ অন্যতম। নারীকেন্দ্রিক এ গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আহমেদ তাওকীরের গল্পে এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটি সম্প্রতি ইউটিউবে প্রকাশের পরই নেটিজেনদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছেন তানজিন তিশা।

এরই মধ্য এ নাটক ৬০ লাখের বেশি ভিউ পেয়েছে ইউটিউবে। কয়েক বছর ধরে নাটকের সংখ্যা কমিয়েছেন তানজিন তিশা। বেছে বেছে নাটকে অভিনয় করেন তিনি। বেশির ভাগ সময়ই তাকে দেখা যায় নারীপ্রধান গল্পে। ‘পুতুলের সংসার’, ‘আই অ্যাম ডিভোর্সড’, ‘শরবত’ এ তিন গল্প নারীপ্রধান। প্রতিটা গল্পেই নতুন চরিত্রে হাজির হয়েছেন তিনি। তবে পুতুলের সংসার দর্শকদের সাড়ায় মুগ্ধ তানজিন তিশা। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘এবারের ঈদে আমি পাঁচটি নাটকে অভিনয় করেছিলাম। এছাড়া আগের করা আরো তিনটি নাটক প্রচার হয়েছে। সবকটি নাটকেরই দর্শকসাড়া ভালো। তবে ‘কঞ্জুস-২’ ও ‘পুতুলের সংসার’ থেকে বেশি সাড়া পেয়েছি। পুতুলের সংসার নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম দর্শক কীভাবে নেবেন সেটা ভেবে। কারণ এ নাটক আমার জন্য চ্যালেঞ্জিং কাজ ছিল। তবে দর্শকদের কাছ থেকে অনেক অনেক প্রশংসা পাচ্ছি। কেউ ফোন দিচ্ছেন আবার কেউ বা মেসেজ দিয়ে কাজটি নিয়ে ভালো লাগার কথা জানাচ্ছেন। কাজটি করা আমার জন্য সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জিং ছিল। সবার কাছে ভালো লেগেছে, মনে হচ্ছে কষ্ট সার্থক।’

নাটকটির নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘আমরা প্রায় পাঁচদিন শুট করেছি। অনেক কষ্ট করেছি কাজটির জন্য। প্রত্যেকে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। অবশেষে দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন। দর্শকরা কাজকে গ্রহণ করলে কষ্টটা আর কষ্ট মনে হয় না।’

তানজিন তিশা ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন সোহেল মণ্ডল, চিত্রলেখা গুহ প্রমুখ। সোহেল মণ্ডলকে এ নাটকে দেখা গেছে দুটি বয়সে। বৃদ্ধ চরিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলেও প্রশংসা পাচ্ছেন এ অভিনেতা। অন্যদিকে এতে তানজিন তিশাকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।

Leave A Reply

Your email address will not be published.