তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

গ্লোবালবিজ ডেস্ক

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার (৩০ অক্টোবর) কোম্পানির তিনটির পরিচালনা পর্ষদ সভায় জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির তথ্য মতে, গত ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫৫ পয়সায়। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দেওয়া হবে।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

একই সময়ে জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ নগদ লভ্যাংশ আর সাড়ে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হবে।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

এছাড়া, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৭ পয়সায়।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Leave A Reply

Your email address will not be published.