এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

চলতি মৌসুমে যে লিভারপুলের অবস্থা ভালো নয়, কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তা আবারও বোঝা গেলো এফএ কাপে এসে। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন তারা। অথচ সেই লিভারপুলই কি না চতুর্থ রাউন্ডে ২-১ গোলে অপ্রত্যাশিতভাবে হেরে গেলো ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে।

শেষ মুহূর্তের গোলে বাজিমাত করলো ব্রাইটন। ঘরের মাঠে খেলার সুবিধাটা ভালোভাবেই নিয়েছে তারা। প্রথম গোলে হজম করেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পেরেছে এবং লিভারপুলের মত দলকে হারিয়ে উঠে গেছে পঞ্চম রাউন্ডে।

লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন বলেন, ‘এই মৌসুমটায় এখনও আমাদের ভালোদিক দেখা যাচ্ছে না। চলতি বছরটা ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সেটা ঘটলো না। আসলেই আমরা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি।’ ‘ইংলিশ প্রিমিয়ার লিগেও আমরা ভালো অবস্থানে নেই। এখন দুটি কাপ (কারাবাও কাপ এবং এফএ কাপ) থেকেও বিদায় নিতে হলো আমাদেরকে।’

দুই সপ্তাহ আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছিলো লিভারপুল। ওই ম্যাচে অলরেডদের ব্রাইটন হারিয়েছিলো ৩-০ গোলে।

ম্যাচের ৩০ মিনিটেই হার্ভি এলিয়টের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু লিড তারা ধরে রাখতে পারেনি। ৩৯তম মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান লুইস ডাঙ্ক। ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ। ইনজুরি সময়ে ৯২ মিনিট। আচমকা গোল দিয়ে বসে ব্রাইটন। কাউরু মিতোমার গোলে এগিয়ে যায় ব্রাইটন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Leave A Reply

Your email address will not be published.