উড়ন্ত গাড়ির অনুমোদন

গ্লোবালবিজ ডেস্ক

বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ির অনুমোদন দিল আমেরিকা। দেখা মিলবে উড়ন্ত গাড়ির। মার্কিন সংস্থা আলেফের তৈরি উড়ন্ত গাড়িটিকে আইনি অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন।

সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, ক্যালিফোর্নিয়ার ‘আলেফ অ্যারোনেটিক্স’ তৈরি করেছে একটি ইলেকট্রিক গাড়ি, যা বিমানের মতোই টেক অফ ও অবতরণে সক্ষম।

২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল গাড়িটি। যা রাস্তা গিয়ে চলতে পারে। আবার চাইলেই তাকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে। একবার চার্জ দিলে এই গাড়ি ১৭৭ কিমি আকাশপথে ও ৩২২ কিমি সড়কপথে পাড়ি দিতে সক্ষম।

জানা যায়, গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২.৪৬ কোটি টাকার সমান। তবে এখনও এই গাড়ির বিক্রয়যোগ্য মডেলের নির্মাণ শুরু হয়নি। ২০২৫ সাল থেকে তা শুরু হওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.