বিনোদন

‘লিভ-ইন’ সম্পর্কে রেখা!

বিনোদনবিজ ডেস্ক
বলিউডের এভারগ্রিন তারকা রেখা। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, পেয়েছেন অসামান্য সাফল্য। তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কৌতূহল আর রহস্যে ভরা। তবে এবার যে বিষয়টি সামনে এলো, তা যেন সব ছাপিয়ে গেলো। ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে নাকি ‘লিভ-ইন’ সম্পর্কে রয়েছেন অভিনেত্রী! তার জীবনের কিছু অজানা বিষয় নিয়ে লেখা বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে বিষয়টি উঠে এসেছে। এটি লিখেছেন ইয়াসির উসমান।

রেখার ছায়াসঙ্গী ফারজানা

বইটিতে লেখা রয়েছে, ‘রেখার জন্য ফারজানা উপযুক্ত সঙ্গী। তিনি (ফারজানা) তার উপদেষ্টা, বন্ধু এবং সমর্থক। সহজ কথায়, তাকে ছাড়া রেখা বাঁচতে পারেন না। বিশ্বস্ত সেক্রেটারি ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক রয়েছে বলে দাবি করেন কেউ কেউ। রেখার বেডরুমে কেবল ফারজানার প্রবেশ অধিকার রয়েছে, এমনকি গৃহপরিচারিকাও সেখানে প্রবেশ করতে পারেন না।’

এই বইতে আরও বলা হয়েছে, ‘রেখার জীবনের সব কিছুই নিয়ন্ত্রণ করেন ফারজানা। শক্তিশালী দ্বাররক্ষীর মতো তিনি রেখাকে আগলে রাখেন এবং তার প্রত্যেকটি ফোন কল থেকে শুরু করে জীবনের প্রতি মুহূর্ত সাজিয়ে রাখেন। রেখা সবসময় নিজেকে রহস্য আর গোপনীয়তার চাদরে ঢেকে রাখেন, যেটা ফারজানার সহযোগিতায় সম্ভব হয়।’

১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। এর মাত্র সাত মাস পরই মুকেশ আত্মহত্যা করেন। লেখক ইয়াসির উসমানের দাবি, মুকেশের আত্মহত্যার পেছনে প্রাথমিক কারণ ছিল রেখা-ফারজানার সম্পর্ক। যদিও মুকেশের সুইসাইড নোটে কাউকে দোষারোপ করা হয়নি।

এদিকে রেখার জীবন নিয়ে এমন বিস্ফোরক বিষয় সামনে আসায় বলিউডজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি রেখা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

admin

Recent Posts

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টসবিজ ডেস্ক আজ (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরিণত হয়েছিল নীলের মহাসমুদ্রে। নিজ দেশে এক…

10 months ago

ডলার বিক্রি রিজার্ভে চাপ বাড়াচ্ছে

গ্লোবালবিজ ডেস্ক ডলার সংকট কাটাতে নানা উদ্যোগের পরও দিন দিন তা তীব্রই হচ্ছে। বর্তমানে এই…

10 months ago

তিশার আত্মহত্যা চেষ্টা!

বিনোদনবিজ ডেস্ক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুঞ্জন ওঠে।এমন…

10 months ago

ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টসবিজ ডেস্ক ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের সঙ্গে প্রোটিয়াদের ঐতিহাসিক টাই ম্যাচটি আজও অমর হয়ে আছে…

10 months ago

অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস

গ্লোবালবিজ প্রতিবেদক অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস, কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের শুরু…

10 months ago

১৮ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

গ্লোবালবিজ প্রতিবেদক দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজি।সিলিন্ডারের দাম নভেম্বর মাসের…

10 months ago

This website uses cookies.