জাতীয়

টিসিবির ট্রাক থামতেই দীর্ঘ সারি, সবাই চিনির ক্রেতা

গ্লোবালবিজ ডেস্ক

নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চিনি। দামে আগেই সেঞ্চুরি করেছে চিনি। তাই সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চিনি বিক্রি শুরু করে। এখানে কেজিপ্রতি চিনি ৫৫ টাকায় মিলছে। সরকারের এ উদ্যোগ বেশ সাড়া ফেলেছে সাধারণ ক্রেতা ও নিম্নআয়ের মানুষের মাঝে। টিসিবি থেকে কম দামে সহজেই চিনি পেয়ে খুশি তারা।

২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিভিন্ন স্থান ঘুরে এমনটি দেখা যায়। চিনি নিয়ে টিসিবির ট্রাক এলেই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ। প্যাকেটজাত হওয়ায় মাপামাপির ঝামেলা না থাকায় দ্রুততম সময়ে মিলছে চিনি।

দুপুর আনুমানিক দেড়টা। নিউমার্কেট সংলগ্ন আজিমপুর পুরাতন কবরস্থানের গেটের অদূরে টিসিবির চিনি বিক্রির ট্রাক এসে থামতে মুহূর্তেই নারী-পুরুষ ও শিশুরা লাইনে দাঁড়িয়ে যান। মিনিটেই শতাধিক মানুষের লাইন। এসময় টিসিবির বিক্রেতা জানান, তারা প্রত্যেককে এক কেজি চিনি দেবেন। কেউ বেশি চাইলে তা দেওয়া হবে না। প্রতি কেজি চিনি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে অর্ধেক দামে টিসিবির চিনি কিনতে পারায় তারা খুশি।

হুইল চেয়ারে বসে চিনি কেনার অপেক্ষায় থাকা শারীরিক প্রতিবন্ধী আমজাদ হোসেন বলেন, সাধারণত টিসিবির ট্রাক থেকে সহজে পণ্য কেনা যায় না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ওজন মেপে বিক্রি করায় সময় আরও বেশি লাগে। কিন্তু এবার চিনি প্যাকেটজাত হওয়ায় সময় কম লাগছে।

বিক্রেতারা জানান, যাদের টিসিবির কার্ড আছে বা নেই সবাইকে তারা এক কেজি করে চিনি দিচ্ছেন। ৫৫ টাকায় দেওয়া হচ্ছে চিনি।

টিসিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মালিবাগ রেলগেট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউমার্কেট, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজারে টিসিবি চত্বর এবং ফার্মগেটের খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে চিনি বিক্রি হচ্ছে। গত ২৪ অক্টোবর থেকে শুরু হয় এ কার্যক্রম।

এদিকে সরকার নির্ধারিত সবশেষ দাম অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনি ৮৪ টাকা এবং প্যাকেট চিনি ৮৯ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বর্তমানে বাজার ও দোকানভেদে ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে চিনি।

admin

Recent Posts

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টসবিজ ডেস্ক আজ (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরিণত হয়েছিল নীলের মহাসমুদ্রে। নিজ দেশে এক…

10 months ago

ডলার বিক্রি রিজার্ভে চাপ বাড়াচ্ছে

গ্লোবালবিজ ডেস্ক ডলার সংকট কাটাতে নানা উদ্যোগের পরও দিন দিন তা তীব্রই হচ্ছে। বর্তমানে এই…

10 months ago

তিশার আত্মহত্যা চেষ্টা!

বিনোদনবিজ ডেস্ক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুঞ্জন ওঠে।এমন…

10 months ago

ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টসবিজ ডেস্ক ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের সঙ্গে প্রোটিয়াদের ঐতিহাসিক টাই ম্যাচটি আজও অমর হয়ে আছে…

10 months ago

অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস

গ্লোবালবিজ প্রতিবেদক অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস, কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের শুরু…

10 months ago

১৮ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

গ্লোবালবিজ প্রতিবেদক দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজি।সিলিন্ডারের দাম নভেম্বর মাসের…

10 months ago

This website uses cookies.