খেলাধুলা

কে হচ্ছেন ওয়ানডে অধিনায়ক

বৃহস্পতিবারের মধ্যে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারে ক্রিকেট বোর্ড

স্পাের্টসবিজ

গত ৩ আগস্ট পিঠের ইনজুরির কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। এর আগে গত মাসে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন তিনি। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।

জানা গেছে, পিঠের ইনজুরিতে ভোগায় তামিমকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। এ জন্য এশিয়া কাপ থেকে তাকে বিরত থাকতেও পরামর্শ দেওয়া হয়। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আবার ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

তামিম ইকবাল দায়িত্ব ছাড়ায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ এখন শূন্য। কে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন- এখন তা নিয়েই চলছে জোর আলোচনা। নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন ক্রিকেটারের নাম। অনেকে বলছেন, সাকিব আল হাসান, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের যেকেউ নেতৃত্বে আসতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিগগিরই বৈঠকে বসবে।

বৃহস্পতিবারের (১০ আগস্ট) মধ্যে এশিয়া কাপের স্কোয়াডের নাম ঘোষণা করতে পারে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আর কয়েক সপ্তাহ বাকি; ওয়ানডে বিশ্বকাপেরও খুব বেশি দিন বাকি নেই। এ অবস্থায় নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত এখন তড়িঘরি করেই নিতে হচ্ছে বিসিবিকে।

এদিকে এসব পরিস্থিতিতে বিপাকে পড়েছে বিসিবি। যেখানে এশিয়া কাপ ও বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য অন্য দেশগুলো প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে বাংলাদেশকে তাড়াহুড়ো করে নতুন অধিনায়কের সন্ধান করতে হবে।

বিশাল অভিজ্ঞতার কারণে বাংলাদেশ দলের নেতৃত্বে সবচেয়ে এগিয়ে থাকবেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব।

আগের বিশ্বকাপেও দলের সঙ্গে থাকা সাকিব ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবেও একজন নির্ভীক নেতা এবং দেশের সেরা কৌশলী হিসেবে মনে করা হয় তাকে। ২০১১ সালে বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তবে সাকিব অধিনায়কের দায়িত্ব গ্রহণ করবেন কিনা এ বিষয়ে নিশ্চিত নয় বিসিবি।

সূত্রের তথ্য অনুযায়ী, দুটি বড় ইভেন্টের জন্য দলকে প্রস্তুত করার জন্য সময় একেবারেই কম। ফলে এমন সময়ে দায়িত্ব নিতে রাজি নাও হতে পারেন সাকিব।

শনিবার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিসিবির একজন প্রভাবশালী পরিচালক বলেছেন, “আমাদের আলোচনার বিকল্প হিসেবে সাকিব, লিটন ও মিরাজ আছে। অধিনায়ক নির্বাচনে রাতারাতি সিদ্ধান্ত নেওয়া যায় না; এটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে আসতে হবে। আমরা শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেব। অভিজ্ঞতার কারণে প্রথমে থাকছে সাকিবের নাম, দলের সহ-অধিনায়ক হিসেবে এরপরেই নাম এসেছে লিটনের। অন্যদিকে ভালো খেলা ও অতীতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার জায়গা থেকে মিরাজ আছেন পরবর্তী পছন্দের তালিকায়।”

অধিনায়কত্ব নিয়ে বোর্ড ও সাকিবের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি-না জানতে চাইলে বিসিবির এই পরিচালক বলেন, “মিডিয়ায় কীভাবে আলোচনা হচ্ছে তা নিশ্চিত নই তবে এখনো কোনো যোগাযোগ হয়নি। আমি যেমন বলেছি, সিদ্ধান্তটি প্রথমে একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে আসতে হবে এবং তারপরেই আমরা খেলোয়াড়দের সাথে যোগাযোগের জন্য এগিয়ে যেতে পারি।”

লিটনের ক্ষেত্রে বলা হচ্ছে, ডানহাতি ব্যাটারকে হঠাৎ করে অতিরিক্ত দায়িত্ব দেওয়া উচিত হবে না। তিনি রানের মধ্যে রয়েছেন। বড় টুর্নামেন্টের আগে তাকে বিরক্ত করা উচিৎ হবে না।

তামিমের সহকারী হিসেবে, লিটন এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। তিনটি ভারতের বিপক্ষে ও দুটি আফগানিস্তানের বিপক্ষে। এরমধ্যে তিনবার জিতেছে দল।

লিটনকে ভবিষ্যতের জন্য একজন অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্বে বাংলাদেশ যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে পারফর্ম করতে ব্যর্থ হয়, তাহলে সেটি তার ক্যারিয়ারেও প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

admin

Recent Posts

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টসবিজ ডেস্ক আজ (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরিণত হয়েছিল নীলের মহাসমুদ্রে। নিজ দেশে এক…

10 months ago

ডলার বিক্রি রিজার্ভে চাপ বাড়াচ্ছে

গ্লোবালবিজ ডেস্ক ডলার সংকট কাটাতে নানা উদ্যোগের পরও দিন দিন তা তীব্রই হচ্ছে। বর্তমানে এই…

10 months ago

তিশার আত্মহত্যা চেষ্টা!

বিনোদনবিজ ডেস্ক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুঞ্জন ওঠে।এমন…

10 months ago

ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টসবিজ ডেস্ক ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের সঙ্গে প্রোটিয়াদের ঐতিহাসিক টাই ম্যাচটি আজও অমর হয়ে আছে…

10 months ago

অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস

গ্লোবালবিজ প্রতিবেদক অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস, কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের শুরু…

10 months ago

১৮ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

গ্লোবালবিজ প্রতিবেদক দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজি।সিলিন্ডারের দাম নভেম্বর মাসের…

10 months ago

This website uses cookies.