বিনোদন

আল্লু অর্জুন?

বিনোদনবিজ ডেস্ক

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। প্রথম কোনো তেলেগু তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার জন্যই সেরার মুকুট মাথায় উঠেছে তার।

এই সিনেমায় ব্যাপক সাফল্যের পর থেকেই দ্বিগুণ হয়েছে অভিনেতার পারিশ্রমিক। এর আগে একটি ছবি করতে আল্লু অর্জুন পারিশ্রমিক বাবদ নিতেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা। বর্তমানে তার সেই পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। ১২টি পণ্যর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। পারিবারিক সুত্রেও বেশ ধনী এই অভিনেতা। তার বাবার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা।

বছরে এই অভিনেতার গড় আয়ের পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা। বিজ্ঞাপন থেকে পেয়ে থাকেন ১০ কোটিরও বেশি। এছাড়া আল্লুর রয়েছে বিলাসবহুল এক বাড়ি। ৮০০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই বাড়ির দাম নাকি ১০০ কোটিরও বেশি।

বর্তমানে স্ত্রী-পরিবার নিয়েই ভালো সময় কাটছে এই অভিনেতার। সেইসঙ্গে চলছে ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং। আগামী বছরের ১৫ অগস্ট মুক্তি পেতে পারে প্যান ইন্ডিয়ান এই ছবি।

ইতিহাস গড়লেন
প্রথমবারের মতো কোনো তেলেগু তারকা হিসেবে সেরা অভিনেতার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।
১৭ অক্টোবর সন্ধ্যায় দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও।

পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।’

বিয়ের শাড়িতে হাজির আলিয়া
একইদিনে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের হাত ধরে বিয়ের শাড়িতে দিল্লিতে পৌঁছে জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি।

জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এজন্যই আলিয়াকে এত ভালো লাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দুইবার পরতেও দ্বিধা করেন না।’

এদিন জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘আমার কৃতজ্ঞ, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। এজন্য সঞ্জয়লীলা বানশালিকে বিশেষ ধন্যবাদ।’

এদিকে আলিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন কৃতি শ্যানন। ‘মিমি’ ছবির জন্য এই পুরস্কার পান তিনি।

এছাড়াও সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমা। শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।

admin

Recent Posts

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টসবিজ ডেস্ক আজ (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরিণত হয়েছিল নীলের মহাসমুদ্রে। নিজ দেশে এক…

10 months ago

ডলার বিক্রি রিজার্ভে চাপ বাড়াচ্ছে

গ্লোবালবিজ ডেস্ক ডলার সংকট কাটাতে নানা উদ্যোগের পরও দিন দিন তা তীব্রই হচ্ছে। বর্তমানে এই…

10 months ago

তিশার আত্মহত্যা চেষ্টা!

বিনোদনবিজ ডেস্ক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুঞ্জন ওঠে।এমন…

10 months ago

ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টসবিজ ডেস্ক ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের সঙ্গে প্রোটিয়াদের ঐতিহাসিক টাই ম্যাচটি আজও অমর হয়ে আছে…

10 months ago

অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস

গ্লোবালবিজ প্রতিবেদক অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস, কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের শুরু…

10 months ago

১৮ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

গ্লোবালবিজ প্রতিবেদক দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজি।সিলিন্ডারের দাম নভেম্বর মাসের…

10 months ago

This website uses cookies.